নড়াইলে নির্বাচনী সংঘর্ষে আহত ২০

নড়াইলের কালিয়ায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 01:32 PM
Updated : 27 May 2016, 01:32 PM

শুক্রবার উপজেলার পুরুলিয়া ইউনিয়নে এ সংঘর্ষ হয় বলে জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান।

আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসপি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সংঘর্ষে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম মনির সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- ওমর শেখ (৪০), শরফরাজ (৩০), দিলু মোল্যা (৪৫), এলাহী শেখ (৩৫), আলাদি মোল্যা(৩০), সাইফুল শেখ (২৫), আকছির শেখ (৪০), ফুরকান (৩৫), জাকির (২৫), মামুন(৩৩), হুমায় সরদার (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কামরুজ্জামান জানান।

শনিবার পুরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।