ভোলায় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ১ জন নিহতের খবর

‘আসামি গ্রেপ্তারকে’ কেন্দ্র করে ভোলা সদরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০ জন আহত ও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 07:24 PM
Updated : 26 May 2016, 07:25 PM

তবে নিহতের বিষয়টি নিশ্চিত করেনি আইনশৃঙ্খলাবাহিনী।

ভোলা মডেল থানার ওসি খায়রুল কবির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের অন্তত ২০ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষে নোমান (২৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন বলে এলাকাবাসী ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিঠু চৌধুরীর দাবি।

স্থানীয়রা জানান, পুলিশের একটি দল সন্ধ্যার পর জনতা বাজার থেকে কয়েকটি মামলার আসামি রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আর এই ‌‘সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নোমান নিহত হয়েছে’ বলে দাবি করছেন চেয়ারম্যান মিঠু চৌধুরী।

এ নিয়ে ওসি খায়রুল কবির বলেন, “স্থানীয়দের কাছে নোমানের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি গিয়েছিলাম আমরা, কিন্তু তারা কোনো লাশ দেখাতে পারেনি।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।