রামুতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২

কক্সবাজারের রামুতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 03:49 PM
Updated : 26 May 2016, 03:49 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন মুড়াপাড়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।

আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন (২২) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রযেছেন, নজির আহমদ (২৮), মোহাম্মদ রায়হান (১৯), মনসুর আলম (১৬), নুরুল আলম (৩২), মোহাম্মদ রকিম (২২), জাফর আলম (৫০), জকির আলম (৩০) ও মোহাম্মদ শেফায়েত (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রভাষ বলেন, বিকালে মুড়াপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম এবং বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকরা মিছিল করে। এসময় দুটি মিছিল মুখোমুখি হলে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের বেশিরভাগের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এস বি শর্মা।

এ ব্যাপারে কথা বলতে দুই চেয়ারমান প্রার্থীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।