রাঙামাটিতে ব্যবসায়ীর লাশ

রাঙামাটির বাঘাইছড়িতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে, ‍যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 12:12 PM
Updated : 26 May 2016, 12:12 PM

তবে পরিবারের দাবি দুর্বৃত্তদের হামলায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দুইটিলা এলাকা থেকে তোফাজ্জল হোসেনের লাশ (৩৬) উদ্ধার করা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি মো.মোজাম্মেল হক জানান।

তোফাজ্জলের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। খাগড়াছড়ি শহরে বড় ভাইয়ের বাসায় থাকতেন তিনি। শহরের ‘জননী কম্পিউটার’ নামে একটি দোকান রয়েছে তার।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে ওসি বলেন, ভোরের দিকে তোফাজ্জল  মোরটসাইকেলে করে মারিশ্যা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তোফাজ্জল নিহত হন।

দুর্ঘটনার পর ওই মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছে বলে ওসির ধারণা।

তিনি জানান, ঘটনাস্থল থেকে তোফাজ্জলের মোটরসাইকেল ও কিছুটা দূরে নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তবে তোফাজ্জলকে হত্যা করা হয়েছে দাবি করে তার বড় ভাই মো. আবুল কালাম বলেন, বুধবার বিকালে পাওনা টাকা আনতে মারিশ্যা গিয়েছিল সে। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে  ধারণা করছেন তিনি। 

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।