কিবরিয়া হত্যা: আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন।  

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 10:07 AM
Updated : 26 May 2016, 10:07 AM

বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ হয় বলে পিপি কিশোর কুমার কর জানিয়েছেন।

এরা হলেন- প্রত্যক্ষদর্শী হবিগঞ্জের খুরশেদ আলী ও সেলিম হোসেন।

মামলাটিতে আদালত এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্য নিল।

কিশোর কুমার জানান, সাক্ষগ্রহণের সময় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ১৩ জনকে আদালতে উপস্থিত ছিলেন।

তবে অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দিয়েছেন।

একই সঙ্গে আদালত আগামী ১ ও ২ জুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রেখেছে বলে জানান তিনি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

তিন দফা তদন্তের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।

গত বছর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।