যশোরে ভোটের সংঘাতে গুলিবিদ্ধ ১

যশোরের বাঘারপাড়ায় ইউপি নির্বাচনের প্রচারের মধ্যে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 08:13 AM
Updated : 26 May 2016, 08:13 AM

বুধবার রাতে উপজেলার ভাটার আমতলায় এ ঘটনা ঘটে বলে বাঘারপাড়ার খাঁজুরা পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদুর রহমান জানান।

গুলিবিদ্ধ গিয়াস উদ্দিন রাজাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চমদফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলার হয়ে কাজ করছিলেন গিয়াস। শনিবার এ ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।

সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শেষে তিনি দলের কর্মীদের সঙ্গে নিয়ে রাত ১০টার দিকে গাড়িতে করে খাঁজুরা বাজারে ফিরছিলেন।

“পথে স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেনের লোকজন আমার গাড়ি লক্ষ্য করে বোমা ফাটায় এবং গুলি ছোড়ে। গিয়াসের বাঁ পায়ে তিনটি গুলি লাগে।”

হামলার অভিযোগ অস্বীকার করে শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র হচ্ছে’।

গুলি ও বোমাবাজি ঘটার কথা নিশ্চিত করলেও এএসআই মাসুদ বলছেন, কারা ওই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি।