পাবনায় ‘নিখোঁজ’ ৫ জনের সন্ধান দাবি

র‌্যাব পরিচয়ে পাবনায় বাড়ি থেকে তুলে নেওয়া তিন সহোদর ও তাদের ভগ্নিপতিসহ পাঁচজনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 12:59 PM
Updated : 25 May 2016, 12:59 PM

বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তারা এ সংবাদ সম্মেলন করেন।

গত ১২ মে পাবনার খাগরবাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন, এরশাদ সরদার, টিক্কা সরদার ও তাদের ভগ্নিপতি দুলাল হোসেন এবং থানাপাড়ার হাফিজুর রহমান রনিকে র‌্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।

তবে বিষয়টি সম্পর্কে কিছু জানে না বলে দাবি করছে র‌্যাব।

তিন সহোদরের মামাতো ভাই আকরাম হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, গত ১১মে ভোরে টিক্কা, এরশাদ ও সাদ্দামসহ পাঁচজনকে র‌্যাবের পোশাক পরা ৫/৬ জন ব্যক্তি বাড়ি ঘেরাও করে তুলে নিয়ে যায়।

“যদি তাদের আইনশৃংখলা বাহিনী আটক করে থাকলে তারা কী অবস্থায়, কোথায় আছে তা জানানো হোক, আর যদি তাদের হেফাজতে না থাকে তবে দ্রুত খুঁজে বের করা হোক।”

সংবাদ সম্মেলনে পাঁচজনের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।