সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত সাতজন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 12:52 PM
Updated : 25 May 2016, 01:04 PM

মেঘনা নদীর পাড়ের ওই সয়াবিন কারখানা থেকে বুধবার বিকালে অগ্নিদগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এরা হলেন হুমায়ুন কবির (৪৬), মোতালেব (২৩), মো. রানা (২২),  আব্দুল হাই (২৬), মাহবুব (৩০), ফয়সল (২৬) ও মাসুদুর রহমান (৩০)।

বার্ন ইউনিটে ভর্তি এই সাতজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মেঘনা গ্রুপের ফ্রেশ সয়াবিন তেল ইউনিটে সয়াবিন ভাঙার মেশিনে বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে স্ফূলিঙ্গ থেকে আগুন ধরে যায়। এতে কর্মরত সাতজন শ্রমিক দগ্ধ হয়।”

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সাত শ্রমিকের মধ্যে চারজন আগুন লাগার পর মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছিল। পরে তাদেরসহ অন্য তিনজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে মেঘনা গ্রুপের কেউ কোনো কথা বলতে চাননি। কারাখানার ফটক দিয়ে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি।