নূর হোসেনের অস্ত্র ও চাঁদাবাজি মামলার সাক্ষ্য শুরু

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে করা অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 11:16 AM
Updated : 25 May 2016, 11:16 AM

বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে ওই দুই মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন সাক্ষ্য দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি মো. সালাহউদ্দিন সুইট।

সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৮ অগাস্ট মামলার পরবর্তী তারিখ রেখে আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

অতিরিক্ত পিপি বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র, মাদক, চাদাঁবাজিসহ ছয়টি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ছিল বুধবার। এর মধ্যে অস্ত্র ও চাদাঁবাজির দুটি মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে।

অন্য মামলাগুলোর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ অগাস্ট পবরর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

সাত খুনের পরপরই নূর হোসেন দেশে ছেড়ে পালিয়ে গেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও ট্রাক স্ট্যান্ডের পাশে আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নূর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাদাঁবাজি, অস্ত্র আইনে মামলা করে।