নোয়াখালীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ তুলে নোয়াখালী পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 08:35 AM
Updated : 25 May 2016, 08:36 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেন, মঙ্গলবার রাত থেকে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্র দখল করে নেয়। সকালে তার এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করতে না দিয়ে জাল ভোট দিতে থাকে।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহীদুল্লাহ খান সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী আজাদ বর্তমান মেয়র। দুর্নীতি ও লুটপাটের কারণে ভরাডুবির নিশ্চিত জেনে তিনি ভোট বর্জনের কথা বলছেন।

শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার নয় পৌরসভায় নির্বাচন হচ্ছে।  

পৌরসভাগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।

ইতোমধ্যে ভোট জালিয়াতি ও এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ফেনীর ছাগলনাইয়ার বিএনপির মেয়র প্রার্থী মো. আলমগীর।