লক্ষ্মীপুরে দুই সহোদরকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদরে মুখোশধারীর গুলিতে দুই সহোদর নিহত হয়েছেন, যাদের একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলে দাবি করছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 07:59 AM
Updated : 25 May 2016, 09:27 AM

বুধবার বশিকপুর গ্রামের বৈদ্যের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ীর শরিফ উল্যা ভূঁঞার ছেলে মো. ইসমাইল হোসেন চৌধুরী (৪৭) ও তার ভাই ইব্রাহীম হোসেন রতন (৪২)।

‘রতন বাহিনীর প্রধান’ রতনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান।

নিহতদের চাচাত ভাই হারুনুর রশিদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহিম  হোসেন রতন তাদের বাড়ির পাশের মাছের ঘেরে খাওয়ার দিয়ে বৈদ্যের বাড়ির মোড়ে আনোয়ারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

“এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশায় করে চার/পাঁচজন মুখোশধারী যুবক এসে তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার  হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। খুব কাছ থেকে গুলি করায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মাথায়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

পুলিশ সুপার মাহতাব উদ্দিন জানান, রতন বাহিনীর প্রধান রতন ও তার ভাইকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ‘চিহ্নিত সন্ত্রাসী’ রতনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা, অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

“এ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”