ইউপি ভোটের সংঘাতে মুন্সীগঞ্জে আহত ১০

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 05:27 AM
Updated : 25 May 2016, 05:27 AM

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী মহসীনা হকের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। 

এ সময় দুই পক্ষের অন্তত দশজন আহত হন। এদের মধ্যে শফিকুল দেওয়ান (৪০), শাহজাহান ব্যাপারী (৪১), পাভেল দেওয়ান (৪০), শুক্কুর (৩৫), সজিব (২৮) বাশার দেওয়ান (২৭) নামের ছয়জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, শফিকুল দেওয়ান ও শুক্কুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

আগামী ২৮ জুন এ ইউনিয়নে ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন ঘিরে গত কয়েকদিনে রিপন পাটোয়ারী ও মহসীনা হকের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।