টঙ্গীতে পুলিশের সোর্স খুন, আসামি ১৪

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্স কুতুব উদ্দিন খুনের ঘটনায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 03:12 AM
Updated : 25 May 2016, 03:12 AM

নিহতের বাবা মো. হাবিবুর রহমান মঙ্গলবার রাতে টঙ্গী থানায় মামলা করেন বলে দায়িত্বরত কর্মকর্তা এএসআই দীলিপ চন্দ্র সরকার জানান।

তিনি মামলার বরাত দিয়ে বলেন, ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি দেখিয়ে মামলা হয়েছে।

“আসামিরা টঙ্গীর আমতলী এলাকার বাসিন্দা ও মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।”

এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত কুতুব মামলার ৮ নম্বর আসামি সুজনের নিকট ৬০ হাজার টাকা পাওনা ছিলেন। টাকা চাইলে সুজন তা না দিয়ে কুতুবকে মেরে ফেলার হুমকি দিতেন বলে উল্লেখ করা হয়েছে।”

মঙ্গলবার ভোরে টঙ্গীর টিঅ্যান্ডটি মোড় বাজার এলাকায় পুলিশের স্থানীয় সোর্স কুতুব উদ্দিনকে কুপিয়ে জখম করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ওসি ফিরোজ তালুকদার বলেন, “এর আগেও কুতুবকে একবার কুপিয়েছিল দুর্বৃত্তরা।”

এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।