নাটোরে মাছ চাষিকে কুপিয়ে হত্যা, আটক ৪

নাটোর সদরে এক মাছ চাষিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 03:58 AM
Updated : 3 May 2016, 05:00 AM

মঙ্গলবার ভোরে উপজেলার ইয়াছিনপুর রেলস্টেশনের পাশ থেকে আব্দুর রাজ্জাক নামে ৩২ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান।

রাজ্জাক শহরের তেবাড়িয়া এলাকার আব্দুল মোমিনের ছেলে। ইয়াছিনপুর এলাকায় মাছ চাষের জন্য তার কয়েকটি পুকুর রয়েছে।

তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত বলে গণমাধ্যমে খবর এলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জাক ভোরে মোটরসাইকেলে করে ইয়াছিনপুর যান। পরে ইয়াছিনপুর এলাকার লোকজন থানায় খবর দিলে রেলস্টেশনের পাশের একটি জমি থেকে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে।

“খুনিরা রাজ্জাককে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে।”

ওসি বলেন, রাজ্জাক হত্যায় সন্দেহভাজন হিসেবে ইয়াছিনপুর এলাকা থেকে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এরা  হলেন- নাদিম হোসেন (২৩) মোমিন হোসেন (৩২) কামাল হোসেন (২৬) ও মিঠুন আলী (২৪)। 

ময়নাতদন্তের জন্য রাজ্জাকের লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান ওসি।