চুয়াডাঙ্গায় হাতবোমা হামলায় ব্যবসায়ী আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বাড়িতে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের ছোড়া হাতবোমায় খ্রিস্টান এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 03:37 AM
Updated : 3 May 2016, 03:37 AM

দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন জানান, সোমবার রাতে উপজেলার বাঘাডাঙ্গার গীর্জাপাড়ার আলম মণ্ডলের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহত আলম মণ্ডল ওই এলাকার সনৎ মণ্ডলের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি লিয়াকত বলেন, “গরমের কারণে সোমবার রাতে আলম বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হাতবোমা নিক্ষেপ করে।”

এ সময় আলম চিৎকার করলে তারা আরও তিনটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর কাছ খবর পেয়ে পুলিশ আহত আলমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

কী কারণে এই হামলা- তা জানাতে পারেনি পুলিশ। পরিবারের বরাত দিয়ে ওসি বলছেন, আলমের আর্থিক অবস্থা বিশেষ ভালো নয়। এটা ডাকাতির ঘটনা বলে তারা মনে করছেন না।

আবার কারও সঙ্গে কোনো বিরোধ বা কোনো ধরনের হুমকি পাওয়ার কথাও তারা বলতে পারেননি।   

সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করে যেসব হামলা চালানো হয়েছে, এ ঘটনা তেমন কিছু কি না- সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।