স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদী উপজেলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 06:27 PM
Updated : 2 May 2016, 06:32 PM

সালমা খাতুন (৩০) সোমবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান।

এ ঘটনায় নিহতের শাশুড়ি কমেলা খাতুনকে আটক করেছে পুলিশ।

সালমা পাকশীর বাঘাইল পূর্বপাড়ার নুর মোহাম্মদের মেয়ে ও দিয়ার বাঘইল গ্রামের সাহাবুলের স্ত্রী।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১০ বছর আগে বিয়ে হলেও স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না।

“রোববার রাত ১২টার দিকে স্বামী সাহাবুল তাকে কৌশলে বাড়ির পাশের রেললাইনে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।”

দুই সন্তানের জননী সালমা ঈশ্বরদী ইপিজেডে এবা গ্রুপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি বলেন, ঘটনার পর সাহাবুলের মা কমেলা খাতুনকে সোমবার দুপুরে আটক করা হয়েছে এবং সাহাবুলকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহতের চাচা আলম প্রামানিক থানায় মামলা করেছেন বলে জানান ওসি বিমান কুমার।