সুন্দরবনে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার ৪

সুন্দরবনে আগুন দেওয়ার এক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 08:32 AM
Updated : 1 May 2016, 08:34 AM

রোববার সকালে শরণখোলা উপজলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শরনখোলা থানার ওসি মো. শাহ আলম মিয়া।

এরা হলেন, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২) এবং জামাল হাওলাদারের ছেলে ইসাহাক হাওলাদার (৫০)।

এনিয়ে সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।

ওসি বলেন, ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনায় গত ১৯ এপ্রিল স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে শরণখোলা একটি মামলা করেন। ওই মামলায় এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত এক মাসে সুন্দরবনের ধনসাগর স্টেশনে চার বার আগুন লাগে। এ সব ঘটনায় বনবিভাগ বন আদালতে আরও দুটি মামলা করেছে।