দামুড়হুদায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক কৃষক মারা গেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 05:21 PM
Updated : 29 April 2016, 05:23 PM

ভগীরথপুর গ্রামের আজিজ মালিথা (৫৫) শুক্রবার বেলা ১টার দিকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভগীরথপুর গ্রামের পুরাতন পাড়ার জলিল মালিথার ছেলে আজিজ শুক্রবার দুপুরে মাঠ থেকে ধান কেটে বাড়িতে এনে আবারও মাঠে যান।

“মাঠে গিয়ে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে গোপালপুর গ্রামের কাছে তিনি মারা যান।”

চুয়াডাঙ্গায় শুকবার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪০ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪১ দশমিক ২। সেখানে সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।