ঘূর্ণিঝড়ে ছয় ইউনিয়ন লণ্ডভণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার ছয়টি ইউনিয়ন লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড়।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 04:29 PM
Updated : 29 April 2016, 04:30 PM

বৃহস্পতিবার রাতের ওই ঝড়ে ওইসব এলাকার অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। নষ্ট হয়েছে শত শত জমির ফসল।

শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-৪ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজার রহমানসহ প্রশাসনের লোকজন।

সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বামনডাঙ্গা, নারায়ণপুর, কালিগঞ্জ, আন্ধারীঝাড়, বেরুবাড়ি ও কালিগঞ্জ ইউনিয়নের উপর দিয়ে বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া এই ঝড়ে অর্ধশতাধিক গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

“দুই উপজেলায় অর্ধশত মানুষ আহত হয়েছে। শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।”

কালিগঞ্জ ইউনিয়নের ভেলকার চর, পাতালীপাড়া ও কাপালীপাড়া চরে তিন শতাধিক ঘরবাড়ি একেবারে ভেঙে পড়েছে বলে জানান সংসদ সদস্য।

ভেলকার চরের আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার চারটা ঘর, চারটাই ভেঙ্গে পড়েছে।”

হাশেম আলী বলেন, তার তিনটি ঘরের মধ্যে একটি ঘরের চাল-বেড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাত থেকে খোলা আকাশের নিচে বাস করছে বলে স্থানীয়রা জানান।

কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান নূর ইসলাম বলেন, মানুষ শিশুদের নিয়ে বিপাকে পড়েছে। খাবার নেই। থাকার জায়গা নাই।

নারায়ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুর রহমান বলেন, শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

“এর মধ্যে বেরুবাড়ি ও কালিগঞ্জ ইউনিয়নের ভেলকারচর এলাকা পরিদর্শন করেছি।”