মিয়ানমারের ২৩ নাগরিককে নিজ দেশে ফেরত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে আটক মিয়ানমারের ২৩ নাগরিককে সে দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2016, 10:21 AM
Updated : 15 April 2016, 10:21 AM

শুক্রবার সকালে উপজেলার ঘুমধুম ও তমব্রুর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, শুক্রবার ভোরে শুরু করা অভিযান ১১টা পর্যন্ত চলে। বিজিবির টহল দল তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজারে ঘোরাঘুরি করার সময় ২৩ মিয়ানমার নাগরিককে আটক করে।

“বেলা ১২টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।”

এ নিয়ে গত ১ এপ্রিল থেকে অবৈধভাবে আসা ২২১ জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা ইমরান উল্লাহ।