গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি আটক

পঞ্চগড় সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2016, 10:55 AM
Updated : 9 April 2016, 10:55 AM

শনিবার উপজেলার গফাপাড়া গ্রাম থেকে গৃহবধূ মালা আক্তারের (২২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পঞ্চগড় সদর থানার এসআই জব্বার সরকার জানান।

আটককৃতরা হলেন মালার স্বামী ভ্যান চালক দুলাল (৩০) ও তার মা হাওয়া বিবি (৬৫)।

এসআই জব্বার বলেন, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সুরতহালে প্রমাণ মিলেছে। এছাড়া তাকে পেটানোর কাঠের মোটা লাঠিতে রক্তের দাগও পাওয়া গেছে।

মালার চাচা ইব্রাহিম আলী বলেন, “মালাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুক্রবার রাত ১০ টার দিকে আমরা খবর পাই। পরে সেখানে গিয়ে দেখি মালার লাশ ঘরের বারান্দায় পড়ে আছে। তার মুখ দিয়ে রক্ত পড়ছে।

“দুলাল আর তার মা ঘরে ঘুমাচ্ছে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে দুলালের মাকে ডেকে তোলা হলেও দুলাল ওঠেনি।”

সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং তাদের আটক করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

এ ঘটনায় ইব্রাহিম আলী বাদী হয়ে মামলা করেছেন।