শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ‘চরমপন্থি’ গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ এক ‘চরমপন্থিকে’ পুলিশ গ্রেপ্তার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2016, 11:02 AM
Updated : 5 April 2016, 11:02 AM

গ্রেপ্তার হানেফ আলী মণ্ডলের বাড়ি উপজেলার কেষ্টপুর গ্রামে।

মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হানিফ চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। 

“২০০৬ সালে অস্ত্রসহ ধরা পড়ার পর তার জেল হয়। এক বছর আগে ছাড়া পেয়ে সে আবার নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।”

ওসি আরও বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হানিফ এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরে ভোরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দেশে তৈরি একটি শাটার গান ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।