হিলিতে আটক ৪, অস্ত্র-জিহাদি বই উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে চার ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 05:42 AM
Updated : 14 Feb 2016, 05:42 AM

শনিবার রাতে হিলির কয়েকটি স্থানে পৃথক অভিযান চালানো হয়।

তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলি, জিহাদি বই, বোমা তৈরি বিষয়ক বই ও একলাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার আব্দুল কাদেরের ছেলে বাবুল হোসেন (৪৩), মৃত রফিক উদ্দিনের ছেলে ও হোটেল ব্যবসায়ী লোকমান হোসেন বেলাল (৫৫), আব্দুর রহমানের ছেলে শাহাবুল ইসলাম (২৩) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার শহীদ আলীর ছেলে মো. জাহিদ (৩২)।

বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির সরকার জানান, আগ্নেয়াস্ত্র ছাড়াও আটকদের কাছ থেকে তিনটি ম্যাগজিন, ২০টি জিহাদি বই, বোমা তৈরির একটি বই উদ্ধার করা হয়েছে।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।