সিলেটে নন-ভ্যালেন্টাইন সমাবেশ

যারা এখনও প্রেমে পড়েনি বা প্রেমে ব্যর্থ হয়েছে তাদের নিয়ে সিলেটে আয়োজন করা হল নন-ভ্যালেন্টাইন সমাবেশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 08:55 AM
Updated : 13 Feb 2016, 08:55 AM

শনিবার সকালে এমসি কলেজের এক টিলায় এই আয়োজন করে কাকতাড়ুয়া নামের একটি বেসরকারি সংগঠন।

বেলা ১১টায় টিলাগড় পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়ে এমসি কলেজের টিলায় গিয়ে শেষ হয়। সেখানে প্রেমহীনতার জন্য এক মিনিট নীরবতা পালনের পর শুরু হয় মূল পর্ব।

আয়োজনের মধ্যে ছিল প্রেমের গান, প্রেমের সুফল ও কুফল নিয়ে আড্ডা, প্রেমের অভিজ্ঞতা বিনিময় প্রভৃতি।

মন আছে অথচ মনের মতো মানুষ নেই অথবা প্রেম করার ইচ্ছা আছে অথচ সঙ্গী পাচ্ছেন না এমন তরুণদের আনন্দ দিতেই এই আয়োজন বলে জানালেন কাকতাড়–য়ার সভাপতি খলিলুর রহমান ফয়সল।

সমাবেশে তিনি বলেন, ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সঙ্গে মিশে যায়। ভালোবাসাকে বিশেষভাবে উপলব্ধি করার জন্য পালন করা হয় ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস।

সভাপতি খলিলুরসহ অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, উইমেন্স কলেজ, মদনমোহন কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এই মহাসমাবেশে অংশ নেন।

সারাবিশ্বে ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভালোবাসা দিবস।