নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে পাঁচজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 04:38 AM
Updated : 13 Feb 2016, 02:18 PM

শনিবার ভোরে জিন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহতরা হলেন গোপালগঞ্জের জেলার ডালমিয়া এলাকার আবুল হোসেন ফকিরের ছেলে নাছির ফকির (৪০) ও নড়াইলের জারুলিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে এজাজুল ইসলামে (২৩)। আরেক জনের নাম পরিচয় জানা যায় নাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ভোরে জিন্দা এলাকার আব্দুল কুদ্দুস সিকদারের বাড়ি হানা দেয় একদল ডাকাত। তারা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং দেড় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে।

“ডাকাতরা পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া করে তিন জনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।”

ডাকাতের হামলায় গৃহকর্তা আব্দুল কুদ্দুস সিকদার, স্ত্রী জোছনা বেগম, ছেলে ইয়াকুবসহ আহত পাঁচজন আহত হয়েছে। তাদের রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।