কুয়াশা কাটার পর পারাপার শুরু

কুয়াশা কেটে যাওয়ার পর শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া পথে নৌচলাচল আবার শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিমাদারীপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 04:16 AM
Updated : 13 Feb 2016, 04:18 AM

মাঘ মাসের শেষ দিন পেরিয়ে মধ্যরাতে ঘন কুয়াশার চাদরে বিমান চলাচলও বিঘ্নিত হয়।

ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে শনিবার সকাল ৯টায়।

রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম।

তিনি বলেন, “ঘন কুয়াশা বাড়তে থাকায় মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”

(ফাইল ছবি)

মাঝ নদীতে সহস্রাধিক যাত্রী নিয়ে ৫টি ফেরি আটকে পড়েছিল, যেগুলো সকালে গন্তব্যে পৌঁছায়।

এদিকে রাতে তিন ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টা থেকে ফের ফেরি চলাচল বন্ধ হয়েছিল পাটুরিয়া-দৌলতদিয়া পথে।

দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিওটিসির কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বন্ধের সময় ১৬টি ফেরির মধ্যে ১৩টি যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে ছিল।

এর আগে রাত পৌনে ১টা থেকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল এই নৌপথে।

অন্যদিকে শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশার কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণের কথা থাকলেও নামতে পারেনি।

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে আসা তিনটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে রাত ১২টার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান।

পরে রাতেই মালিন্দ এয়ারের একটি এবং রিজেন্টের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে শাহ আমানতের ট্রাফিক কন্ট্রোল কক্ষ থেকে জানানো হয়।