স্বাভাবিক হল ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ

পাবনার চাটমোহরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 07:04 PM
Updated : 12 Feb 2016, 07:04 PM

শুক্রবার দুপুর আড়াইটার দিকে চাটমোহর স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ‘দ্রুতযান এক্সপ্রেসের’ একটি বগি লাইনচ্যুত হওয়ার পর সেখানে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বগি উদ্ধারের পর প্রায় সাড়ে আট ঘণ্টা পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা শওকত জামিল জানান।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলের দুইপাশে একতা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস থেমেছিল। দুটি ট্রেনই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।