রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ঝালকাঠির ভাষাসৈনিক মোহাম্মদ আলী

চলে গেলেন ঝালকাঠির ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক মোহাম্মদ আলী খান।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 05:07 PM
Updated : 10 Feb 2016, 05:07 PM

মঙ্গলবার রাত আড়াইটায় শহরের কামারপট্টির নিজ বাসায় মারা যান তিনি। বুধবার বাদ আছর ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সালাম জানানো হয় তাকে।

পরে সেখানেই জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পৌর মেয়র আফজাল হোসেন, মুক্তিযোদ্ধাসহ সবর্স্তরের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন শোক প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদ আলী খান ছাত্রজীবন থেকেই বাঙালির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ঝালকাঠিতে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি প্রবীণ মুক্তিযোদ্ধা চিত্ত ঞ্জন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদ আলী খান ঝালকাঠির তরুণ-যুবাদের সংগঠিত করতেন। তিনি ছিলেন এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝালকাঠি সদর আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।