ঝালকাঠিতে মানব পাচার মামলা তদন্তের নির্দেশ

ঝালকাঠি সদর থানায় মানবপাচার মামলা নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 04:53 PM
Updated : 10 Feb 2016, 04:53 PM

থানার পরিদর্শক মাহে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসন্ডা গ্রামের স্বপন হাওলদারে স্ত্রী ফাতেমা বেগম তার মেয়েকে পাচারের অভিযোগে ঝালকাঠির মানবপাচার ট্রাইব্যুনালে ২০১৫ সালের ৩০ নভেম্বর নালিশি অভিযোগ করেন।

“বিচারক মো. শফিকুল করিম অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তদন্তের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়ায় বুধবার দুপুরে মামলাটি নথিভুক্ত হয়।”

আসামিরা হলেন একই গ্রামের মোমেন হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম, মো. কবির হোসেনের স্ত্রী ঝুমুর আক্তার ও ইন্দ্রজিৎ সিকদারের স্ত্রী মিনতি সিকদার।

মামলার বরাত দিয়ে পরিদর্শক জানান, আসামি হাসিনা বেগম তার খুলনার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ দেওয়ার কথা বলে ফাতেমার মেয়ে চম্পা বেগমকে (১৪) নিয়ে যান ২০১৫ সালের ৫ জুন।

এরপর চম্পার আর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। ২০১৫ সালের ২৩ অক্টোবর এ বিষয়ে সালিশ বৈঠকে চম্পাকে নেওয়ার কথা অস্বীকার করেন হাসিনা বেগম।

মামলার অপর দুই আসামি ঝুমুর আক্তার ও মিনতি সিকদার চম্পাকে কাজ দেওয়ার ব্যাপারে মধ্যস্ততা করেছিলেন।