চাঁদাবাজদের হামলায় নড়াইলে নারীসহ ৫ জন আহত

নড়াইল সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে নারীসহ পাঁচজনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 04:37 PM
Updated : 10 Feb 2016, 04:37 PM

বুধবার দুপুরে সরসপুর এলাকায় মিলন ও ইসমাইলসহ ৮-১০ জন চাঁদাবাজ হামলা করে বলে অভিযোগ করেন আহত বিমল বিশ্বাস।

বিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যশোর থেকে নছিমনে করে শাহাবাদ ইউনিয়নের গোপিকান্তপুর গ্রামের জগন্নাথ গোঁসাইয়ের বাড়ি যাচ্ছিলাম।

“পথে সরসপুর এলাকায় স্থানীয় মিলন ও ইসমাইলের নেতৃত্বে ৮-১০ জন ‘সন্ত্রাসী’ চাঁদা দাবি করে। না দিতে চাওয়ায় তারা হামলা করলে আমরা পাঁচজন আহত হই।”

আহতরা হলেন সুবলা রানী (৬৫), উন্নতি রানী (৪৫), মনি মোহন (৫০), বিমল বিশ্বাস (৪০) ও সজিব বিশ্বাস (৩০)।

তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দলবাড়িয়া ও মানিকদা গ্রামের বাসিন্দা।

শাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাদুল হক নান্নু বলেন, “এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ওই স্থানে বিভিন্ন নছিমন-করিমন থেকে চাঁদা আদায় করে আসছে।”

সদর থানার ওসি সুবাস চন্দ্র বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছে।

দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।