সিরিজ বোমা হামলা মামলা, নাটোরে যুক্তিতর্ক শুরু

নাটোরে সিরিজ বোমা হামলা মামলার বিচার প্রক্রিয়ায় আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 04:32 PM
Updated : 10 Feb 2016, 04:48 PM

বুধবার স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক প্রবীর কুমার রায় যুক্তিতর্ক শুনে আগামী ৭ মার্চ অধিকতর যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন।

সরকারি কৌঁসুলি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের মধ্যে ছয়জন বিচারিক হাকিমের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আবেদন করে যুক্তিতর্ক শুরু হয়।

“২০০১ থেকে ২০০৫ পর্যন্ত নাটোরে জামায়াতুল মুজাহিদিনের প্রকাশ্য তৎপরতা ছিল। এরই অংশ হিসেবে আসামিরা ২০০৫ সালের ১৭ অগাস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাটোর জজ আদালত চত্বরসহ পাঁচটি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।”

তবে আসামি পক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন আসামিদের খালাস চেয়ে সরকারি কৌঁসুলির যুক্তি খণ্ডন করেন।

“আসামিদের মধ্যে কয়েকজনের ইতিমধ্যেই রাজশাহী, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে সাজা হয়েছে। যেহেতু সারাদেশে একই সময় বোমা বিস্ফোরিত হয়, সে কারণে তারা নাটোরের ঘটনায় জড়িত থাকতে পারেন না। তাদের উপর নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে।”

এ কারণে আসামিরা খালাস পেতে হকদার বলে তিনি দাবি করেন।

পরে অধিকতর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করেন বিচারক।