পাবনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সহকারী প্রক্টরসহ  অন্তত ১০ জন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 10:44 AM
Updated : 10 Feb 2016, 02:32 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রক্টর আওয়াল কবির জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহেদ সাদেকী শান্ত ও সাধারণ সম্পাদক ওলিউল্লাহর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।

এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুর আলম ও আব্দুর রহিমসহ ১০ জন আহত হন বলে জানান প্রক্টর।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শান্ত বলেন, “তেমন কিছু না; সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রক্টর স্যারদের সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

কথা বলার জন্য বার বার যোগযোগের চেষ্টা করা হলেও সাধারণ সম্পাদক ওলিউল্লাহকে পাওয়া যায়নি।