চোরাই মোটরসাইকেলসহ আটক এএসআই বরখাস্ত

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ আটক এএসআই জাবেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 12:02 PM
Updated : 8 Feb 2016, 12:02 PM

সোমবার নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, রোববার রাতে গাইবান্ধার পুলিশ সুপার তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

রোববার দুপুরে নীলফামারী শহরে চোরাই মোটরসাইকেলসহ আটক হন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাবেদ আলী।

ওসি জানান, শুক্রবার রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী শাখার কর্মকর্তা তরিকুল ইসলামের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ করেন তিনি।

“রোববার দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় চুরি যাওয়া একটি মোটরসাইকেলসহ জাবেদকে স্থানীয়রা আটক করে। এ সময় মোটরসাইকেলটি পঞ্চগড়ের এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন তিনি।”

রাতেই পুলিশ জাবেদকে নিয়ে অভিযান চালিয়ে পঞ্চগড় সদরের পুনিয়াপাড়া গ্রাম থেকে লাবলু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা শাহজাহান বলেন, জাবেদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকেলে নীলফামারী থানা থেকে তাকে গাইবান্ধা পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।