কালের কণ্ঠ সম্পাদককে আদালতে তলব

মানহানির মামলায় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ চার জনকে তলব করেছে মাদারীপুরের এক আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 11:19 AM
Updated : 8 Feb 2016, 11:28 AM

সোমবার মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেয়।

অসত্য খবর প্রকাশের অভিযোগে সোমবার দুপুরে মানহানির মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।

মামলা আমলে নিয়ে বিবাদীদের আগামী ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।

অন্য বিবাদীরা হলেন কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার হায়দার আলী, তৈমুর ফারুক তুষার ও স্থানীয় প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী।

মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে জড়িয়ে ‘আ. লীগের জেলা নেতারা আখের গোছানোয় মগ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাদের দল ও নেতাদের সামাজিকভাবে সুনাম ক্ষুন্ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

কাজল কৃষ্ণ দে বলেন, “আমার ও আমার দলের সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা সংবাদ পরিবেশনের দায়ে মামলাটি করেছি।”

বাদীর আইনজীবী বাবুল আখতার বলেন, “অসত্য সংবাদ প্রকাশ করে আমার মক্কেল ও তার সহকর্মীদের মানহানি হওয়ায় মামলাটি হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে আগামী ২৪ তারিখে বিবাদীদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।”