পলিথিনের ধোঁয়ায় ১৭ শিক্ষার্থী অসুস্থ

পলিথিন পোড়ানোর ধোঁয়া শ্রেণিকক্ষে ঢুকে গোপালগঞ্জের একটি স্কুলের ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 10:27 AM
Updated : 8 Feb 2016, 11:24 AM

সোমবার বেলা ১১ টার দিকে শহরতলীর হাজী নাদের আলী ও সাদের আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে  এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্কুলটি ছুটি দিয়ে দেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে  আট জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে আরও নয় জন।

সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজার মা হেনা বেগম বলেন, স্কুলের পাশে পলিথিন পোড়ানো হয়। ধোঁয়া ক্লাসের মধ্যে প্রবেশ করার পরপরই খাদিজার শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যায়ে বমি বমিভাব হয়ে বেঞ্চের উপর ঢলে পড়ে।

স্কুলের শিক্ষক স্বপন কুমার গাইন বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়। তারা ১৭ শিক্ষার্থীকে  হাসপাতালে নিয়ে যায়।

এদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি রয়েছে। নয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ ঘটনায় স্কুল ছুটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. তপন মজুমদার বলেন, পলিথিন পোড়ানো ধোঁয়া শ্রেণি কক্ষে ঢোকায় শিক্ষার্থীদের শ্বাসকষ্ট শুরু হয়। পরে তারা অসুস্থ হয়ে পড়ে।

সিভিল সার্জন বলেন, আতংক প্রশমনে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ কারণে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। এটি মাস হিস্টেরিয়া। মারাত্মক কোনো রোগ নয়। একটু বিশ্রাম নিলেই এ রোগ ভাল হয়।