বাল্যবিয়ে: বরসহ ৪ জনের দণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় বর, বরের বাবা ও ঘটকসহ চার জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 03:46 PM
Updated : 7 Feb 2016, 03:47 PM

রোববার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আক্তার এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরের বাবা সিরাজগঞ্জ সদর উপজেলার জগতগাতি গ্রামের তোফাজ্জল সরকার (৫০), বর ইউসুফ আলী (১৮), ঘটক একই এলাকার মসলিম উদ্দিন (৬৫) এবং কনের আত্মীয় রায়গঞ্জ উপজেলার হাটকান্দা গ্রামের আব্দুল শেখ (৬২)।

ইউএনও বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল।গোপন খবরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বর, বরের বাবা ও বিয়ের ঘটকসহ চার জনকে আটক এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রাতেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।