সোয়া কোটি মিটার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রায় সোয়া কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করার খবর দিয়েছে মৎস্য বিভাগ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 03:03 PM
Updated : 7 Feb 2016, 03:03 PM

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু সাংবাদিকদের বলেন, বেআইনিভাবে গোপনে কারেন্ট জাল তৈরি করত পূরবী ফিশিং নেট ইন্ডাট্রিজ।

“রোববার দুপুরে পূরবীর মীরাপাড়ার কারখানায় র‌্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ মিটার জাল, জাল তৈরির সুতা ও ববিন জব্দ করার পাশাপাশি মালিক বকুল বেগমকে (৫০) আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকীর নির্দেশে বকুলকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আটক জাল নায়গাঁওয়ের ধলেশ্বরী তীরে ধ্বংস করা হয় বলে মৎস্য কর্মকর্তা জানান।