‘বিষ প্রয়োগে’ খামারির ৩০০ হাঁস নিধন

গাইবান্ধায় খাবারে বিষ মিশিয়ে একটি খামারের ৩০০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 01:23 PM
Updated : 7 Feb 2016, 01:23 PM

রোববার সদর উপজেলার কিশামত মালিবাড়ি ছয়ানি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান।

এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাগোয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আব্দুল হাই নামে একজনের সঙ্গে অংশীদারিত্বে খামার স্থাপন করেন, যেখানে প্রায় ৫০০ ক্যামবেল প্রজাতির হাঁস ছিল। সম্প্রতি আব্দুল হাইয়ের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক চুকিয়ে দিয়েছি।

মিজানুর অভিযোগ করেন, ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করায় আব্দুল হাইয়ের লোকজন ধানের মধ্যে কীটনাশক মিশিয়ে নদী পাড়ে এবং নদী সংলগ্ন জমিতে ছিটিয়ে রাখে। ওই বিষাক্ত ধান খেয়ে ৩০০ হাঁস মারা গেছে।

এ বিষয়ে আব্দুল হাই বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শত্রুতা করে এই অভিযোগ আনা হয়েছে।”

ওসি মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।