আ. লীগের পাল্টাপাল্টি সমাবেশে ঘাটাইলে ১৪৪ ধারা

টাঙ্গাইলের ঘাটাইলে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 12:57 PM
Updated : 7 Feb 2016, 12:57 PM

রোববার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার হামিদপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সব ধরনের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা আরা বেগম।

তিনি বলেন,  “আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে রোববার বিকালে হামিদপুর বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে তার অনুসারীরা।

“অপর দিকে রানাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর অনুসারীরা।”

দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশের কারণে যেকোনো ধরনের সংঘাত এড়াতে হামিদপুর বাজার, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সভা সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।