মিয়ানমার থেকে ফিরেছে ৩ বাংলাদেশি

অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 11:51 AM
Updated : 7 Feb 2016, 11:51 AM

রোববার বেলা ১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।

এরা হলেন বরগুনার তালতলা এলাকার সানু গাজীর ছেলে মো. আব্দুর রব গাজী (৪৫), কক্সবাজারের উখিয়ার দরগাহবিল হাতিমুরা এলাকার মো. কালুর ছেলে আবুল কালাম (৪০) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মো. সুলতান আহমদের ছেলে মো. সালেহ আহমেদ (৪২)।

এর আগে সকাল ১০টায় জেটি ঘাট দিয়ে পতাকা বৈঠকে অংশ নিতে মিয়ানমার যায় বিজিবি প্রতিনিধি দল। 

বিজিবি কর্মকর্তা আবু রাসেল সিদ্দিকী বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, ফেরত আসা এই তিন জন ২০০১ সালে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে পাচার হয়েছিলেন।

“ওই বছর মিয়ানমারের জলসীমা থেকে ট্রলারসহ তাদের আটক করে দেশটির নৌ-বাহিনী। পরে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের।”

মিয়ানমারের কারাগারে আরও বাংলাদেশি আটক রয়েছেন জানিয়ে তিনি বলেন, “পর্যায়ক্রমে তাদেরও ফেরত আনা হবে।”

ফেরত আনা তিনজনকে পরিবারের কাছে পৌঁছে দিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।