কীর্তনখোলার চরে আটকা স্টিমার ১১ ঘণ্টা পর মুক্ত

ঘন কুয়াশায় বরিশালে কীর্তনখোলা নদীর একটি চরে প্রায় ১১ ঘণ্টা আটকা থাকার পর টাগ জাহাজ দিয়ে টেনে নামানো হয়েছে স্টিমার ‘পিএস মাহসুদ’।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 11:05 AM
Updated : 7 Feb 2016, 01:23 PM

রোববার বেলা পৌনে ৫টার দিকে টাগ জাহাজের দুর্বারের সাহায্যে চর থেকে টেনে নামানো হয় বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ।

তবে ঢাকা অফিসের নির্দেশে স্টিমারটি বরিশাল নৌ বন্দরে নোঙ্গর করে রাখা হয়েছে। সোমবার যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

ঘন কুয়াশার কবলে পড়ে ভোর ৬টার দিকে নদীর চরকাউয়া এলাকায় আটকা পড়ে স্টিমার পিএস মাহসুদ। শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে এসেছে স্টিমারটি। যাবে বরিশাল হয়ে মোড়েলগঞ্জ।

আবুল কালাম আজাদ বলেন, “ঘন কুয়াশার কারণে চালক দিক হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ১৮০ জন যাত্রীসহ বরিশাল নদী বন্দরের বিপরীত দিকের চরকাউয়ার চরে আটকে যায় এটি।”

জোয়ার আসার পর টাগ জাহাজের মাধ্যমে স্টিমারটি টেনে নামানো হয়েছে।যাত্রীরা দুপুরের মধ্যে যে যার মত করে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়ে গেছে বলে জানান তিনি।