সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: ফখরুল

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 07:08 AM
Updated : 7 Feb 2016, 09:02 AM

রোববার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।”

‘ভোটারহীন নির্বাচনে’ ক্ষমতায় এসে ‘জোর করে টিকে থাকতে’ আওয়ামী লীগ বিরোধীদলের উপর দমন নিপীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল আরও বলেন, “তার (খালেদা জিয়া) এক পুত্র গত হয়েছেন, আর এক পুত্রকে সরকার নির্বাসনে রেখেছেন। তবু তিনি গণতন্ত্রের জন্য, নেতাকর্মীদের জন্য কাজ করে যাচ্ছেন।”

সিলেট জেলা বিএনপির আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখের চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।