বোচাগঞ্জে জমির রেজিস্ট্রি বন্ধ ১ সপ্তাহ

দলিল লেখকদের কর্মবিরতির কারণে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক সপ্তাহ ধরে জমির দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে।  

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 06:31 AM
Updated : 7 Feb 2016, 06:39 AM

দুর্নীতির অভিযোগ তুলে সাব রেজিস্ট্রার গোলাম মোর্তূজার অপসারণের দাবিতে বোচাগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। 

বোচাগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলিল দাখিলের আগে সাব রেজিস্ট্রার গোলাম মোর্তূজার সঙ্গে টাকা-পয়সার লেন-দেন বিষয়ে আলোচনা না করলে তিনি দলিল সম্পাদন করেন না।

“সব ধরনের দলিল সম্পদনে আর্থিক চুক্তির পর তিনি রেজিস্ট্রি করেন।”

অতিরিক্ত অর্থ আদায়কে কেন্দ্র করে গ্রহীতা ও বিক্রেতার সঙ্গে দলিল লেখকরাও বিব্রতকর অবস্থায় পড়েন। প্রতিবাদ করলে তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেন বলে অভিযোগ করেন মিজানুর।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা রেজিস্ট্রার বরাবরে একটি অভিযোগ দিয়েছেন বলে জানান মিজানুর রহমান।

দলিল রেজিস্ট্রি বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেছেন সাব রেজিস্ট্রার গোলাম মোর্তূজা। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাল দলিল আটক এবং দলিল সম্পাদনে সরকারি নিয়ম কঠোরভাবে অনুসরণ করায় তারা ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

জেলা রেজিস্ট্রারের দায়িত্বে থাকা দিনাজপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার বজলুর রহমানের সঙ্গে কথা বলতে রোববার বেলা ১১টায় তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোন বন্ধ থাকায় ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।