দিনাজপুরে দর্জি খুন, ৩ ছিনতাইকারী আটক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে এক দর্জি মারা গেছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 06:55 PM
Updated : 6 Feb 2016, 06:55 PM

এ ঘটনায় এলাকাবাসী তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে।

তারা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার চাঙ্গীপুর গ্রামের শমশের আলীর ছেলে সমারু ইসলাম (৪০), কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চর বানিয়াপাড়া গ্রামের মকবুল মণ্ডলের ছেলে নুর আমিন (৩৫) ও আল আমিন মণ্ডলের ছেলে বাদশা (২২)।

নিহত বিষ্ণু বর্মন (২৮) বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের নন্দগাঁও গ্রামের বলরাম গোস্বামীর ছেলে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষ্ণু শুক্রবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শালতলা এলাকায় ৭/৮ জনের একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

“এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তার চিৎকারে স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে দেয়। স্থানীয়রা এসময় বিষ্ণুকে উদ্ধারও করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।”

এ ব্যাপারে বিষ্ণুর শ্বশুর বিজয় কুমার বাদী হয়ে শনিবার রাতে বীরগঞ্জ থানায় মামলা করেছেন বলেও জানান এসআই জাহাঙ্গীর।