ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে ভিক্ষুক সমাবেশ

নীলফামারীর জলঢাকাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে ভিক্ষুকদের সমাবেশ হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 02:23 PM
Updated : 6 Feb 2016, 02:23 PM

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলঢাকা উপজেলা পরিষদ মাঠে কয়েকশ’ ভিক্ষুকের অংশগ্রহণে এই সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবীব জানান, জলঢাকা উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলার তালিকাভুক্ত ৮৫০ জন ভিক্ষুককে নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভিক্ষুকদের স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েছে সরকার।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবীবের সভাপতি অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবীব, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা দীপেন্দ্র নাথ সরকার ও জলঢাকা থানার ওসি মফিজ উদ্দিন শেখ।

সমাবেশ শেষে প্রত্যেক ভিক্ষুককে একটি করে কম্বল ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।