ছাত্রলীগ নেতাদের চাকরির দাবিতে উপাচার্য অবরুদ্ধ

চাকরির দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখল সাবেক ছাত্রলীগ নেতারা।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 01:55 PM
Updated : 6 Feb 2016, 02:57 PM

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমানুর আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপাচার্য আব্দুল হাকিম ও উপ-উপাচার্য শাহিনুর রহমানকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।

“বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সেক্রেটারি আশিকুর রহমান জাপান ও সাবেক সভাপতি মাহমুদ হাসান লেলিনের নেতৃত্বে ২০-২৫ জন তরুণ প্রশাসন ভবনের কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে প্রধান ফটক ও উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেন।”

পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান মাহমুদ হাসান লেলিন।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়েয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও সব নিয়োগ বোর্ড স্থগিত রাখার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়।

স্থগিতাদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে লেলিন বলেন, “প্রশাসনের সাথে আলোচনা করে আমরা অবস্থান থেকে সরে এসেছি। কথার বরখেলাপ হলে আবারও অবরোধ করব।”

বিকেল সাড়ে ৩টায় কার্যালয় থেকে বের হয়ে উপচার্য তার বাসভবনে যান।

তবে প্রক্টর মাহবুবর রহমান বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার জরুরি বৈঠক করেছেন।

দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।

উপ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে নিয়োগ স্থগিতের সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের জন্য উভয় প্রশাসন একসাথে কাজ করবে।