শিক্ষকের হাত-পা ভাঙল বখাটে ছাত্ররা

স্কুলের শিক্ষা সফরে সৃষ্ট বিরোধের জেরে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের হাত-পা ভেঙে দিয়েছে উৎশৃংখল ছাত্ররা।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 01:40 PM
Updated : 6 Feb 2016, 01:41 PM

শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।  সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ জানান, আঘাতে ওই শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙে গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার স্কুলের ছাত্র-শিক্ষকরা শিক্ষা সফর মুজিবনগর যায়।

আহত শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাস বলেন, ‘সেখানে খাবার পরিবেশন নিয়ে স্কুলের দশম শ্রেনির ছাত্র আজিম, রাব্বি, আল আমিন, সুজনসহ বেশ কয়েকজন ছাত্র উশৃংখল আচরণ করে।’

এ সময় তিনি ওই ছাত্রদের ধমক দেন। এর জেরে শনিবার  বিকালে স্কুল থেকে মাগুরা শহরের বাড়ি ফেরার পথে আলমখালি এলাকায় ওই ছাত্ররা তার উপর হামলা চালায় বলে জানিয়েছেন তিনি।

আহত শিক্ষকের অভিযোগের সত্যতা স্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্বরণ বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।