ফেনী জেলা কারাগারের হাজতির মৃত্যু

ফেনী জেলা কারাগারে বন্দি মাদক মামলার হাজতি নুর আমীন এলাহি কান্ত আলী (৭২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 12:36 PM
Updated : 6 Feb 2016, 02:59 PM

শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

ফেনী জেলার ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীর হাট উত্তর শ্রীপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে নুর আমীন এলাহি কান্ত আলী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৭ জানুয়ারি থেকে ফেনী কারাগারে বন্দি ছিলেন।

ফেনী কারাগারের জেলার শংকর মজুমদার জানায়, নুর শনিবার সকালে বুকে ব্যথা অনুভূত হলে কারা কর্তৃপক্ষ তাকে কারা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

‘হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।’

নুর আমীনের বিরুদ্ধে ফুলগাজী থানায় একটি মাদকদ্রব্যের মামলা রয়েছে।

ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, হাজতি নুর আমীন বার্ধ্যকজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করবে কারাকর্তৃপক্ষ।