বৃদ্ধ দম্পতির হাত-মুখ বেঁধে ডাকাতি

জয়পুরহাট শহরে ডিশ ক্যাবল নেটওয়ার্ক কর্মীর পরিচয় দিয়ে বাড়ি ঢুকে বৃদ্ধ দম্পতিকে হাত-মুখ বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 08:27 AM
Updated : 6 Feb 2016, 08:34 AM

ডাকাতরা ‘নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ল্যাপটপসহ প্রায় ৬ লাখ টাকার’ মালপত্র লুট করেছে বলে অভিযোগ করেন বামনপুরের গৃহকর্তা মোজাম্মেল হক (৬৫)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ডাকাত দলের একজন নিজেকে ক্যাবল নেট ওয়ার্ক কর্মীর পরিচয় দিয়ে বাড়ির ছাদে ডিশ লাইনের অত্যাধুনিক মেশিন স্থাপন করতে হবে বলে দরজা খুলিয়ে নেয়।

“পরে চার ডাকাত আমাকে ও আমার স্ত্রীকে বেঁধে ফেলে মুখে স্কচটেপ এঁটে দেয়। তারা অস্ত্রের মুখে চাবি কেড়ে নিয়ে আলমারি খুলে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ নিয়ে নির্বিঘ্নে চলে যায়।”

কয়েক দিন আগে বাড়ি আসা তার চীন প্রবাসী ছেলে মেজবাউল হক রাত ১১টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরে তাদের বাঁধনমুক্ত করেন বলে জানান মোজাম্মেল হক।

এ ব্যাপারে রাত ২টার দিকে মোজাম্মেল বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

থানার ওসি ফরিদ হোসেন বলেন, এ ব্যাপারে এখনও কাউকে গ্রেপ্তার না হলেও পুলিশি তৎপরতা অব্যাহত আছে।