পচা গমের সেই জাহাজটির মংলা ত্যাগ

পচা গমসহ তিন মাসের বেশি আটকে থাকার পর একটি বিদেশি জাহাজ মংলা বন্দর ছেড়ে গেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 04:58 PM
Updated : 5 Feb 2016, 04:58 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টায়  ‘এমভি পিনটেইল’ নামের ওই জাহাজ বন্দর ত্যাগ করে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

প্রায় ২১ হাজার মেট্টিক টন গমসহ জাহাজটি ফ্রান্সের রোয়েন ডাকিং বন্দরে যাবে সিঙ্গাপুর হয়ে।

গত বছরের ১২ অক্টোবর সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজ গম নিয়ে মংলা বন্দরে আসে।

আমদানি করা ‘পোকাযুক্ত, পচা এবং খাবার অনুপযোগী’ এসব গম খালাস কাজ বন্ধ করে দেয় খাদ্য অধিদপ্তর।

এসব গমের আমদানিকারক প্রতিষ্ঠান ‘ইমপেক্স কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড’ ও খাদ্য অধিদপ্তরের মধ্যে দফায় দফায় চলা বৈঠকে এই গম ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোহাম্মদ হাসান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পোকাযুক্ত, পচা এবং খাবার অনুপোযোগী’ গম নিয়ে বন্দরে আটকে থাকা  জাহাজটি সকালে বন্দর ত্যাগ করেছে।

ঠিকাদারের মাধ্যমে খাদ্য বিভাগের জন্য আনা গম নিয়ে ফ্রান্স থেকে জাহাজটি প্রায় ৫২ হাজার মেট্টিক টন গম নিয়ে গত বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে বলে জানান তিনি।

তিনি জানান, চট্টগ্রামে প্রায় ৩১ হাজার ৫০০ মেট্টিক টন গম খালাস করে বাকি ২১ হাজার মেট্টিক টন গম নিয়ে মংলা বন্দর চ্যানেলের হারবারিয়ায় নোঙ্গর করার পর খালাসের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়।

“১৩ অক্টোবর আমদানিকৃত গম খালাস তদারকি কমিটি জাহাজের গম পরিদর্শন করে তা খালাস না করার সিদ্ধান্ত নেয়।”

ওই গমের গুণগত মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় খাদ্য বিভাগসহ উচ্চ মহলের নির্দেশে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।

“খাদ্য অধিদপ্তর এই গম নিম্নমান ও খাবার অনুপযোগী হওয়ায় তা খালাস না করার সিদ্ধান্ত নেয়।”

এই সিদ্ধান্ত আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান কমপ্লেক্স কনসালটেন্ট লিমিটেডকে জানালেও জাহাজটি বন্দরে এতদিন আটকা থাকার কোনো কারণ জানাতে পারেননি কমান্ডার হাসান।  

ফেরত যাওয়া এই গমের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা বলেও জানান তিনি।